যোগাযোগ: #প্লট-১০, #ব্লক-ই, প্রধান সড়ক, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১২। অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন -০৯৬৭৮২২১১৫৯, ০১৮৯৪৮৭৭৮১১, ০১৮৯৪৮৭৭৮১২

নারীদের ডিম্বাশয়ে ডিম উৎপাদনের ক্ষমতা জানার জন্য এএমএইচ পরীক্ষা করা হয়। বেশি এএমএইচ থাকার অর্থ “ওভারিয়ান রিজার্ভ” ভাল বা যথেষ্ট ডিম রয়েছে শরীরে। আর এএমএইচ এর লেভেল কম হলে পর্যাপ্ত সংখ্যায় ডিম নেই বলে ধরে নেওয়া হয়। 

রেফারেন্স ভ্যালুঃ

Optimal: 4.06- 6.8 ng/ml 

Satisfactory: 2.2-4.0

Low: 0.3-2.2

Very Low/ Undetectable: 0.0-0.3

কারণঃ

১) বয়স বেশী
২) জেনেটিক সমস্যা
৩) অটোইমিউন
৪) ওভারিয়ান সার্জারি
৫) এন্ডোমেট্রিওসিস
৬) ক্যান্সারের চিকিৎসা
৭) ধূমপান
8) দূষণ

চিকিৎসা

১) আই ইউ আই (IUI)
২) আই ভি এফ (IVF)/ আই সি এস আই (ICSI)