প্রতি মাসে মাসিকের সময় পুরনো জরায়ুগাত্র ঝরে যায়। যদি ১২তম দিনে জরায়ু গাত্রের সাইজ < ৭ মিলিমিটার হয়, এটাকেই পাতলা এন্ডোমেট্রিয়াম বলা হয়।
১)অস্বাভাবিক বা অনিয়মিত মাসিক
২) অপর্যাপ্ত মাসিক রক্তপাত
৩) বন্ধ্যাত্ব
৪) Implantation Failure after IVF
১) সংক্রমণ -যক্ষ্মা,পেলভিক প্রদাহজনিত রোগ (পিআইডি), প্রসব পরবর্তী সেপসিস
২) এন্ডোমেট্রিয়ামে ট্রমা (আগের জরায়ু অস্ত্রোপচার)
৩) জরায়ুর বিকৃতি বা অসঙ্গতি (টি আকৃতির জরায়ু, সেপ্টেট জরায়ু, ফাইব্রয়েডস, অ্যাডেনোমায়োসিস)
৪) হরমোনজনিত সমস্যা- অপর্যাপ্ত ইস্ট্রোজেন পরিপূরক (অকাল ডিম্বাশয় ব্যর্থতা, মেনোপজাল বয়সের গ্রুপ), PCOS,হাইপোথ্যালামিক হাইপোগোনাডিজম)
৫) অনিয়মিত মাসিক
৬) ড্রাগ প্ররোচিত (ক্লোমিফেন সাইট্রেটের দীর্ঘায়িত ব্যবহার)
৭) কেমোথেরাপি এবং রেডিয়েশন
৮) আয়াট্রোজেনিক
১) আল্ট্রাসনোগ্রাফি (দ্বিমাত্রিক/ত্রিমাত্রিক)
২) হিস্টেরোস্কোপি
৩) হিস্টেরো-সালপিনঙ্গোগ্রাফি (এইচএসজি)
৪) এম আর আই
১) মেডিকেল-ইস্ট্রোজেন সাপ্লিমেন্টেশন (ট্যাবলেট/জেল), ডিম্বস্ফোটনের ওষুধ, ভিটামিন-ই, আরজিনাইন সাপ্লিমেন্ট।
২) সার্জারি-হিস্টেরোস্কোপি
৩) নতুন পদ্ধতি-গ্রানুলোসাইটস কলোনি স্টিমুলেশন ফ্যাক্টর (জিসিএসএফ), পিআরপি, স্টেম সেল থেরাপি
কপিরাইট ২০২০-২০২৩@ বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল