যোগাযোগ: #প্লট-১০, #ব্লক-ই, প্রধান সড়ক, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১২। অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন -০৯৬৭৮২২১১৫৯, ০১৮৯৪৮৭৭৮১১, ০১৮৯৪৮৭৭৮১২

পাতলা এন্ডোমেট্রিয়াম কি?

প্রতি মাসে মাসিকের সময় পুরনো জরায়ুগাত্র ঝরে যায়। যদি ১২তম দিনে জরায়ু গাত্রের সাইজ < ৭ মিলিমিটার হয়, এটাকেই পাতলা এন্ডোমেট্রিয়াম বলা হয়। 

লক্ষণ

১)অস্বাভাবিক বা অনিয়মিত মাসিক
২) অপর্যাপ্ত মাসিক রক্তপাত
৩) বন্ধ্যাত্ব

৪) Implantation Failure after IVF 

কারণসমূহ

১) সংক্রমণ -যক্ষ্মা,পেলভিক প্রদাহজনিত রোগ (পিআইডি), প্রসব পরবর্তী সেপসিস
২) এন্ডোমেট্রিয়ামে ট্রমা (আগের জরায়ু অস্ত্রোপচার)
৩) জরায়ুর বিকৃতি বা অসঙ্গতি (টি আকৃতির জরায়ু, সেপ্টেট জরায়ু, ফাইব্রয়েডস, অ্যাডেনোমায়োসিস)
৪) হরমোনজনিত সমস্যা- অপর্যাপ্ত ইস্ট্রোজেন পরিপূরক (অকাল ডিম্বাশয় ব্যর্থতা, মেনোপজাল বয়সের গ্রুপ), PCOS,হাইপোথ্যালামিক হাইপোগোনাডিজম)
৫) অনিয়মিত মাসিক
৬) ড্রাগ প্ররোচিত (ক্লোমিফেন সাইট্রেটের দীর্ঘায়িত ব্যবহার)
৭) কেমোথেরাপি এবং রেডিয়েশন
৮) আয়াট্রোজেনিক

পাতলা এন্ডোমেট্রিয়াম নির্ণয়?

১) আল্ট্রাসনোগ্রাফি (দ্বিমাত্রিক/ত্রিমাত্রিক)
২) হিস্টেরোস্কোপি
৩) হিস্টেরো-সালপিনঙ্গোগ্রাফি (এইচএসজি)
৪) এম আর আই

চিকিৎসা

১) মেডিকেল-ইস্ট্রোজেন সাপ্লিমেন্টেশন (ট্যাবলেট/জেল), ডিম্বস্ফোটনের ওষুধ, ভিটামিন-ই, আরজিনাইন সাপ্লিমেন্ট।
২) সার্জারি-হিস্টেরোস্কোপি
৩) নতুন পদ্ধতি-গ্রানুলোসাইটস কলোনি স্টিমুলেশন ফ্যাক্টর (জিসিএসএফ), পিআরপি, স্টেম সেল থেরাপি