যোগাযোগ: #প্লট-১০, #ব্লক-ই, প্রধান সড়ক, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১২। অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন -০৯৬৭৮২২১১৫৯, ০১৮৯৪৮৭৭৮১১, ০১৮৯৪৮৭৭৮১২

কোনো দম্পতি যদি কয়েকটি আই ভি এফ সাইকেল এর মাধ্যমে তিনটি সুস্থ্য ভ্রূণ স্থানান্তর করার পরেও যদি কনসিভ না করে সেটা কে একাধিক আই ভি এফ ব্যর্থতা বলা হয়। 

কারণঃ

১) মানহীন ডিম্বাণু 

০২) মানহীন শুক্রাণু 

০৩) সঠিক ভ্রুণ বাছাই করণে ব্যর্থতাঃ যেসব ভ্রূণে ক্রোমোজোমাল অস্বাভাবিকতা থাকে সেগুলো সার্ভাইভ করতে পারে না এবং ইমপ্লান্টেশন ব্যর্থ হয় অথবা মিস্ক্যারেজ হয়ে যায়

০৪) জরায়ুর সমসয়া যেমনঃ অস্বাভাবিক আকৃতি ফাইব্রয়েড, পলিপ, সার্ভিক্স সমস্যা ইত্যাদি। 

০৫) স্বামী এবং স্ত্রীর অনিয়ন্ত্রিত লাইফস্টাইল, যেমনঃ ধূমপান, মদ্যপান ইত্যাদি 

০৬) ভ্রূণ ট্রান্সফার জনিত সমস্যা